ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত: হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব

ভারত ও বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হাদিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলবের সিদ্ধান্ত নেয় ভারত।

সাম্প্রতিক কিছু ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধের জের ধরেই এই পাল্টাপাল্টি তলবের ঘটনা ঘটেছে বলে মনে করেছে কূটনৈতিক বিশ্লেষকেরা। যদিও তলবের নির্দিষ্ট কারণ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সমানে ইতোমধ্যে নিরাপত্তা  জোরদার করতে ১৫০০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে ভারত।

সংবাদটি শেয়ার করুন