হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ধানের শীষের প্রার্থী ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর আগে কয়েকদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়ে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবি জানিয়ে মিছিল ও সভা আয়োজন করেন। দলের কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে এগিয়ে আসেন।
রোববার ড. রেজা কিবরিয়ার পক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীনের নিকট তার মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় নেতা রাসেল আহমদ ও শাহ আজাদ আলী সুমন।
এছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. এ মুনিম চৌধুরী বাবু এবং বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় গণমাধ্যম সম্পাদক কাজী তোফায়েল আহমদ।
নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল বারিক রনি বলেন, “দলের তৃণমূল নেতা ও দীর্ঘদিনের কর্মী হিসেবে শেখ সুজাত মিয়ার প্রতি দল যথাযথ মনোযোগ দেননি। আমরা রিভিউ আবেদন করেও কোনো সাড়া পাইনি। ১৭ বছরে যে নেতাকে আমরা দেখি নাই, তাকে টিকিট দিয়ে দল আমাদের প্রতি অবিচার করেছে।”
অন্যদিকে নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বায়তুল্লাহ মিয়া বলেন, “দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হচ্ছেন, তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বাসী নন। ধানের শীষের জয় নিশ্চিত করতে এসব গলার কাঁটা দূর করা জরুরি।”
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন, “আমি দলের কাছে বারবার রিভিউ আবেদন করেছি, কোনো সাড়া পাইনি। তাই তৃণমূলের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। নির্বাচনে আমি আশাবাদী।”
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন জানান, এ আসনে মোট ৪ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৬১ হাজার ২৮৯। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার, নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ২৬৮ এবং তৃতীয় লিঙ্গের ৫ জন ভোটার রয়েছেন।




