ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে শীতবস্ত্রের আড়ালে পাকিস্তানি গুপ্তচর!

ভারতে পাকিস্তানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও দুই কাশ্মীরিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন এজাজ আহমেদ এবং বশির আহমেদ গনাই। এদের গ্রেফতারের সঙ্গে মিলিয়ে একই ধরনের অভিযোগে বর্তমানে দেশে মোট পাঁচজন আটক হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রেফতারকৃতরা অরুণাচলের বিভিন্ন অঞ্চলে শীতবস্ত্র বিক্রির আড়ালে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার করছিলেন। অরুণাচল পুলিশের কাছে তথ্য পৌঁছানোর পরই ধরা পড়ে তারা।

অরুণাচল রাজ্য পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) চুকু আপা জানিয়েছেন, এজাজ ও বশিরকে ১৮ ডিসেম্বর কুপওয়ারা থেকে গ্রেফতার করা হয়। পরে ট্রানজিট রিমান্ডে তাদের অরুণাচলে আনা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা স্থানীয় মানুষদের সন্দেহ এড়াতে শীতবস্ত্র বিক্রির কাজে লিপ্ত ছিলেন এবং সেই সুযোগে পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে সেনা এবং রাজ্যের বিভিন্ন এলাকার তথ্য পাঠাতেন।

আইজি আরও জানিয়েছেন, এখন দেখা হচ্ছে তথ্যগুলো শুধুমাত্র পাকিস্তানে গেছে কি না, নাকি চীনকেও পৌঁছেছে। কারণ অরুণাচল দীর্ঘদিন ধরে চীনের নজরদারিতে রয়েছে। একের পর এক গ্রেফতারের ঘটনায় স্থানীয়দের মধ্যে সতর্কতা বৃদ্ধি পেয়েছে।

এর আগে ২১ নভেম্বর কুপওয়ারার দুই বাসিন্দা নাজির আহমেদ মালিক ও সাবির আহমেদ মীরকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। পরে ইটানগর থেকে আরও একজন, সাবির আহমেদ খানকে আটক করা হয়। রাজ্য পুলিশ বাসিন্দাদের কাছে সতর্কবার্তা দিয়েছে যে, নথি পরীক্ষা না করে কাউকে বাড়ি ভাড়া দিলে সমস্যা হতে পারে।

এ ঘটনায় অরুণাচলে নিরাপত্তা কড়া করা হয়েছে এবং স্থানীয়দের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন