ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভ্যাট ব্যবস্থায় নতুন পরিচয়, আইভাস থেকে ‘ই-ভ্যাট সিস্টেম’

ভ্যাট ব্যবস্থাপনাকে আরও স্পষ্ট ও সহজ করতে অনলাইনভিত্তিক ভ্যাট কার্যক্রমের প্ল্যাটফর্মের নাম পরিবর্তন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে ভ্যাট সংক্রান্ত সব ডিজিটাল কার্যক্রম পরিচালিত হবে নতুন নামের ‘ই ভ্যাট সিস্টেম’-এর মাধ্যমে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগে ব্যবহৃত ‘আইভাস সিস্টেম’-এর সঙ্গে ‘আইবাস প্লাস’-এর উচ্চারণগত মিল থাকায় ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। সেই জটিলতা দূর করতেই আইভাস সিস্টেমের নাম পরিবর্তন করে ‘ই ভ্যাট সিস্টেম’ রাখা হয়েছে।

এনবিআর সূত্রে জানা যায়, নাম বদলালেও আগের আইভাস সিস্টেমের সব সুবিধা ও কার্যক্রম অপরিবর্তিত থাকবে। ই ভ্যাট সিস্টেমের মাধ্যমে ভ্যাট নিবন্ধন, অনলাইনে মূসক রিটার্ন দাখিল, ই-চালান ও ই-পেমেন্টের মাধ্যমে লেনদেন, উৎপাদ সহগ সংক্রান্ত মূসক-৪.৩ ফরম দাখিলসহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা যাবে। এছাড়া পিকেআই সফটওয়্যারভিত্তিক অ্যাপ ব্যবহার করে রিয়েল-টাইম ভ্যাট আদায়ের ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত থাকবে।

এনবিআর আরও জানায়, ভ্যাট ব্যবস্থাপনাকে আধুনিক ও ব্যবহারবান্ধব করতে ই ভ্যাট সিস্টেমের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে এই প্ল্যাটফর্ম ভ্যাট প্রশাসনকে আরও স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর এবং দক্ষ করে তুলবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন