মানবিক চিকিৎসা সহায়তা মিশনে নিয়োজিত মেক্সিকো নৌবাহিনীর একটি বিমান যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলবর্তী জলসীমায় বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় অন্তত পাঁচজন আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) মেক্সিকান নৌবাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনাকবলিত বিমানটিতে পাইলট ছাড়াও মোট আটজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন প্রাণ হারান।
টেক্সাসের গ্যালভেস্টনের নিকটবর্তী এলাকায় পৌঁছানোর সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। বিশেষায়িত এই চিকিৎসা পরিবহন মিশনটি গুরুতর দগ্ধ শিশুদের চিকিৎসা সহায়তায় নিয়োজিত একটি মেক্সিকান ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছিল।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, বিমানটি মেক্সিকোর ইউকাটান অঙ্গরাজ্যের মেরিদা শহর থেকে উড্ডয়ন করেছিল।




