ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার ঢাকায় যানজটের সম্ভাবনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বৃহস্পতিবার সকালেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেনএদিন পূর্বাচল ৩০০ ফিট সড়কে ব্যাপক জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় যানজটের আশঙ্কা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসেই কারণে যাত্রীদের ফ্লাইট সময়ের অনেক আগে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে এয়ারলাইন্স

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ২৫ ডিসেম্বর বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) জনসমাগমে চাপ সৃষ্টি করতে পারে। এ পরিস্থিতিতে যাত্রীদের ফ্লাইট মিস হওয়ার ঝুঁকি কমাতে এবং যাত্রা নির্বিঘ্ন করতে আগেভাগে রওনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি হবে, যা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে চাপ সৃষ্টি করতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, সবার সহযোগিতায় যাত্রা যেন সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন হয়, তার জন্য আগাম প্রস্তুতি নেওয়া জরুরি।

সংবাদটি শেয়ার করুন