দীর্ঘদিনের নীরব ভালোবাসার গল্পকে পরিণয়ে রূপ দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন নির্মাতা আদনান আল রাজীব ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ চোখে পড়ার মতো।
বর্তমানে ব্যস্ত কাজের ফাঁক গলে তারা সময় কাটাচ্ছেন মালদ্বীপের মনোমুগ্ধকর এক রিসোর্টে। নীল জলরাশি, খোলা আকাশ আর নিরিবিলি পরিবেশে দু’জনেই উপভোগ করছেন একান্ত অবকাশ।
এই ভ্রমণের কিছু বিশেষ মুহূর্ত মেহজাবীন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, সমুদ্রের পাড়ে পাশাপাশি দাঁড়িয়ে তারা প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাচ্ছেন। কোথাও নীল দিগন্তের দিকে তাকিয়ে থাকা, কোথাও আবার ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসিতে ভক্তদের মন ছুঁয়ে গেছেন এই অভিনেত্রী।
সমুদ্র উপভোগের পাশাপাশি রিসোর্টের ভেতরে সাইকেল চালিয়েও সময় কাটিয়েছেন তারা। রোদচশমা ও আরামদায়ক পোশাকে সাইকেলিংয়ের সেই মুহূর্তগুলো ছবিতে ধরা পড়েছে বেশ প্রাণবন্তভাবে। মেহজাবীনের শেয়ার করা এই ছবির অ্যালবাম প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।




