পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে বন্দুক হামলা চালানো হয়েছে, যাতে কমপক্ষে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই নৃশংস হামলায় চার কনস্টেবল ও গাড়ির চালক প্রাণ হারান।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ডন জানায়, মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার গুরগুরি এলাকায় হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা প্রথমে সড়কে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ ঘটিয়ে গাড়িটি থামিয়ে দেয় এবং এরপর পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায়।
জেলা পুলিশের মুখপাত্র শওকত খান জানান, নিহত পুলিশ সদস্যরা একটি বেসরকারি গ্যাস কোম্পানির নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। তিনি বলেন, জেলা পুলিশ অফিসারসহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং তল্লাশি অভিযান চলছে।
হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিহত পুলিশ সদস্যদের শাহাদাতের জন্য শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি হামলার তীব্র নিন্দা জানিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এ পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে কর্মকর্তারা ধারণা করছেন, আফগান তালেবানের সঙ্গে সম্পর্কিত পাকিস্তানি ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
মূলত, ২০২২ সালের শেষের দিকে পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে টিটিপি দেশটির সেনাবাহিনী ও পুলিশের ওপর ব্যাপক হামলা চালাচ্ছে। বিশেষ করে খাইবার-পাখতুনখোয়া ও বেলুচিস্তানে তাদের সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে, এবং পুলিশের সদস্যরা ধারাবাহিক হামলার শিকার হচ্ছেন।




