নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত না হয়, তাহলে নির্বাচন কমিশনের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হবে।
তিনি বলেন, দেশের নির্বাচন যেন স্বাভাবিকভাবে হয়, সেটাই তাদের মূল লক্ষ্য।
আজ মঙ্গলবার অনুষ্ঠিত এক সভায় ইসি তাহমিদা আহমদ বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মাঠ প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে অস্বাভাবিক নির্বাচনের ভারে কষ্টে আছে, আর আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে স্বাভাবিক নির্বাচন আয়োজন করতে চাই। সভায় অন্যান্য ইসি সদস্যরাও বক্তব্য রাখেন।
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার পর থেকে মাঠ প্রশাসনের কার্যক্রম প্রশংসনীয় হলেও শহীদ ওসমান হাদির ঘটনায় কিছু কার্যক্রম যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপয়েন্টগুলো আরও কার্যকর ও গতিশীল করা হবে।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত জনগণের সন্তুষ্টি নিশ্চিত করতে চায়।’
ইসি আব্দুর রহমানেল মাছউদ উল্লেখ করেন, ‘সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়ন ফরমের সঙ্গে জামিন নামার সার্টিফায়েড কপি না থাকলেও নমিনেশন পত্র গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।’




