জাতীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সর্বশেষ সভায় মোট ২২টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা। ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩০ হাজার ৪৮২ কোটি টাকা, বৈদেশিক প্রকল্প ঋণ থেকে এক হাজার ৬৮৯ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা ব্যয় করা হবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। সভায় নতুন প্রকল্পের পাশাপাশি সংশোধিত ও মেয়াদ বৃদ্ধির প্রকল্পগুলো অনুমোদন পায়।
অনুমোদিত ২২টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১৪টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৩টি প্রকল্পের। এসব প্রকল্পের মাধ্যমে যোগাযোগ, আবাসন, পানি সম্পদ, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সমাজকল্যাণসহ বিভিন্ন খাতে অবকাঠামোগত উন্নয়ন জোরদার করা হবে।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদসহ পররাষ্ট্র, স্বরাষ্ট্র, শিল্প, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, ধর্ম, পরিবেশ, কৃষি ও পানি সম্পদ খাতের সংশ্লিষ্ট উপদেষ্টারা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একনেক সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তিনটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন, হিলি-ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক উন্নয়ন এবং ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীতকরণ সংক্রান্ত ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৬৭২টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। স্থানীয় সরকার বিভাগের অধীনে ঢাকা ওয়াসা প্রশিক্ষণ একাডেমি স্থাপনসহ মোট পাঁচটি প্রকল্প অনুমোদিত হয়েছে।
এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের একটি, সমাজকল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি মন্ত্রণালয়ের একাধিক প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চারটি বড় প্রকল্পের মাধ্যমে নদী ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একনেক সভায় ধর্ম মন্ত্রণালয়ের দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়সহ বিভিন্ন খাতের প্রকল্প অনুমোদন পায়, যা সারাদেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এদিকে সভায় পরিকল্পনা উপদেষ্টার নিজস্ব ক্ষমতাবলে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সম্বলিত ১০টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নদীভাঙন ও বন্যা ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক শুমারি সংক্রান্ত কার্যক্রম।
সংশ্লিষ্টরা মনে করছেন, একনেক সভায় অনুমোদিত এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতীয় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন গতি সঞ্চার হবে।




