সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে আজ শুরুতেই উত্তাপ ছড়াচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (ILT20)। লীগের ২৫তম এই হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন আবু ধাবি নাইট রাইডার্সের অধিনায়ক সুনীল নারিন। তবে মাঠের খেলায় সেই সিদ্ধান্ত আপাতত বুমেরাং হয়ে দাঁড়িয়েছে স্বাগতিকদের জন্য। ইনিংসের প্রথম ওভারেই টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে ধুঁকছে নাইট রাইডার্স।
শুরুতেই শারজাহ বোলারদের হুঙ্কার
৪.৩ ওভার শেষে আবু ধাবি নাইট রাইডার্সের স্কোরবোর্ডে জমা হয়েছে মাত্র ১৪ রান, বিনিময়ে হারিয়েছে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট।
তাসকিনের উপস্থিতি
আজকের ম্যাচে শারজাহ ওয়ারিয়র্জের একাদশে অন্যতম আকর্ষণ বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ। শারজাহর লক্ষ্য শুরুতেই নাইটদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়ে বড় সংগ্রহের পথ বন্ধ করে দেওয়া। অন্যদিকে, আন্দ্রে রাসেলের মতো হার্ডহিটাররা ক্রিজে আসার আগে ইনিংস গড়ার দায়িত্ব এখন নাইট রাইডার্সের মিডল অর্ডারের কাঁধে।
দুই দলের চূড়ান্ত একাদশ:
আবু ধাবি নাইট রাইডার্স: সুনীল নারিন (অধিনায়ক), জেসন রয়, মাইকেল পিপার (উইকেটরক্ষক), জো ক্লার্ক, আন্দ্রে রাসেল, লরি ইভান্স, চরিথ আসালাঙ্কা, ডেভিড উইলি, জশুয়া লিটল, সাবির আলী ও আলী খান।
শারজাহ ওয়ারিয়র্জ: টম কোহলার-ক্যাডমোর (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, লিয়াম লিভিংস্টোন, জনসন চার্লস, ড্যানিয়েল সামস, ম্যাথিউ ফোর্ড, ক্রিস ওকস, মাহিশ থিকশানা, জুনায়েদ সিদ্দিকী ও আদিল রশিদ।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।




