ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলের প্রীতি ম্যাচ: রাজশাহী ওয়ারিয়র্সের উজ্জ্বল জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হওয়ার আগে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রংপুর রাইডার্সের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তের দল। ম্যাচে যদিও রংপুরের পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদের লড়াকু ফিফটি চোখে পড়েছে, তবুও জয় ছিল রাজশাহীর।

রংপুরের লড়াকু চেষ্টা

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে রংপুর রাইডার্স ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে।

ইফতেখার আহমেদ: ৪৫ বলে ৫৮ রান

তাওহীদ হৃদয়: ১৯ বলে ২৬ রান

মৃত্যুঞ্জয় চৌধুরী: ১৮ বলে ২১ রান

রাজশাহীর বোলারদের মধ্যে রিপন ও সাকলাইন খেলা সামলেছেন। রিপন ৩ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন, আর সাকলাইন ৩ ওভারে ১৮ রান খরচ করে ২ উইকেট শিকার করেন।

শান্তের নেতৃত্ব ও আকবর আলীর ফিনিশিং

১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রাজশাহী শুরু থেকেই সাবধানী খেলেছে।

ওপেনার তানজিদ হাসান তামিম: ২২ বলে ৩১ রান

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত: ৩২ বলে ৩৪ রান (ব্যক্তিগত কারণে ‘রিটায়ার্ড হার্ট’)

শেষ দিকে আকবর আলী: অপরাজিত ২৫ রান (২১ বলে)

জিশান আলম: ১৩ রান

১১ বল আগে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানের জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স।

হাইলাইট বোলিং: আব্দুল হালিমের জোরদার পারফরম্যান্স

রংপুর হেরে গেলেও বল হাতে নজর কাড়েন তরুণ পেসার আব্দুল হালিম। মাত্র ২.১ ওভারে ৭ রান খরচ করে ২ উইকেট নেন। এছাড়া নাহিদ রানা, তামিম ও সোহাগ গাজী ১টি করে উইকেট শিকার করেন।

সংবাদটি শেয়ার করুন