জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম জানিয়েছেন, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর উপাচার্য এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের নির্বাচন সম্পন্ন করতে কোথাও কোনও প্রতিবন্ধকতা নেই। শিক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আমরা আশা করি সকলের সহযোগিতায় ৩০ ডিসেম্বর একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হবে।”
উপাচার্য আরও জানান, উপদেষ্টারা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি দেখে সন্তুষ্ট হয়েছেন এবং তাদের অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ দিয়েছেন। এসব পরামর্শ বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। এবার ভোট গণনা হবে মেশিনের মাধ্যমে এবং যথেষ্ট পরিমাণ মেশিন স্থাপন করা হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে মোট ২১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ জন প্রার্থী। ভিসি পদে ১২ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে ৮ জন প্রার্থী লড়ছেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রচারণা শুরু হয়েছিল ১৫ ডিসেম্বর থেকে এবং চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হবে ৩০ ডিসেম্বর।




