ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের সময় যত কাছে আসবে, আইন-শৃঙ্খলাও তত উন্নত হবে

দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আশাবাদ ব্যক্ত করেছেন যে, ভোটের দিন যত কাছে আসবে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তত বেশি উন্নত হবে। তিনি বলেন, সব ভয় কেটে যাবে এবং জনগণ উৎসাহের সঙ্গে ভোটে অংশগ্রহণ করবে।

আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

প্রথমবারের মতো হাইব্রিড পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবে, উল্লেখ করে তিনি বলেন, “গত ৫৪ বছরে যা হয়নি, এবার সেটি করা হলো। আমাদের প্রধান উপদেষ্টা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সেটি বাস্তবায়নের চেষ্টা করছি।”

ভবিষ্যতে এই সিস্টেম আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের সিস্টেমটি ক্রমশ উন্নত হবে এবং আগামী নির্বাচনে এটি আরও কার্যকর ও বিস্তৃত হবে।”

নির্বাচনের নিরাপত্তা এবং সুন্দরভাবে ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, “গতকাল আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি। সবাই মিলে কাজ করে একটি সুষ্ঠু ভোট নিশ্চিত করব, ইনশাআল্লাহ।”

শেষে তিনি আরও বলেন, “ভোটের সময় পুরো দেশ একটি উৎসবমুখর পরিবেশে থাকবে। জনগণের ইসির প্রতি আস্থা ইতিমধ্যেই আছে, ভবিষ্যতে তা আরও বাড়বে। সবাই দেশের উন্নতি চায় এবং একটি সুষ্ঠু নির্বাচন চায়।”

সংবাদটি শেয়ার করুন