প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ এবং কমিশনের সিনিয়র সচিব উপস্থিত আছেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং আসন্ন নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার আইনগত ও প্রক্রিয়াগত বিষয় নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
দীর্ঘদিন পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা রয়েছে, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন।
তবে এখনো তারেক রহমান ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি। তফসিল ঘোষণার পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা এবং নির্বাচনে প্রার্থী হতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হয় এই বিষয়গুলো নিয়েই মূলত আজকের বৈঠকে আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




