ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আমরা একটা হ’ত্যা’র যুগে প্রবেশ করেছি : মাহফুজ আনাম

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, বাংলাদেশ এখন একটি হত্যার যুগে প্রবেশ করেছে। মত প্রকাশের নিরাপত্তা এতটাই সংকুচিত হয়ে গেছে যে, এখন বেঁচে থাকার অধিকারের প্রশ্ন সামনে এসেছে।

সোমবার ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে সম্পাদক পরিষদ ও নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

মাহফুজ আনাম জানান, সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল। তিনি বলেন, “আমার প্রায় ২৫-২৬ জন সহকর্মী ছাদে আটকে পড়েছিলেন।

যারা ডেইলি স্টারের বিরুদ্ধে ছিলেন, তারা বলেছিলেন—‘বাহির বের হয়ে যাও, না হলে আমরা বিল্ডিং-এ আগুন লাগাবো’। ফায়ার ব্রিগেডও সেখানে পৌঁছানো হয়নি। এর মানে তারা শুধু ভবন পুড়াতে চায়নি, তারা আমাদের হত্যা করতে চেয়েছিল।”

তিনি সবাইকে সংহতি ও জবাব দেয়ার আহ্বান জানান। প্রতিবাদ সভায় নাগরিক সমাজের প্রতিনিধিরা মব ভায়োলেন্সের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন এবং একসাথে লড়াই করার প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন