কুয়াশা মোড়া ভোর থেকেই শুরু হয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবির) ক্যাম্পাসে পালিত হলো সরস্বতী পূজা।
বৃহস্পতিবার ৩০ই (জানুয়ারি) ভোর৫টা থেকে মঙ্গল প্রর্থনাসহ প্রসাদ বিতরণ করে নির্দিষ্ট সময় পযর্ন্ত। সরস্বতী পূজায় অংশ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষর্থীরা। বিভিন্ন বিভাগের আলাদা আলাদা নানান সাজে সজ্জিত করছে পূজার মণ্ডোপগুলো।
সকাল ১১টায় ১৪টি পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন শিক্ষক,শিক্ষাথীদের সাথে কুশল বিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ এবং সাথে ছিলেন প্রক্টর মোঃ আতিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূখ্যপাত্র, তাবিউর রহমান প্রধান, পরিমল চন্দ্র বর্মন রাম প্রসাদ বর্মণ।
সনাতন ধর্মাবলম্বী কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে পারি, জয় মৃন্ময় নামের এক শিক্ষার্থী বলেন, এই পূজা উপলক্ষে আমরা সপ্তাহ জুড়ে সারাবেলা কাজ করে আজকের শুভক্ষণে পৌঁছেছি। অঞ্জলি অর্পন করে প্রসাদ বিতরণ করছি।
আনন্দবাজার/এফআইবি