ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দুষ্কৃতিকারীরা সারা দেশে রক্তপাত চালাচ্ছে, কিন্তু তাদেরকে শনাক্ত বা গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি বলেন, আগে অপরাধীরা ঘটনার একদিন, দুইদিন বা এক মাসের মধ্যে ধরা পড়ত, এখন তা সম্ভব হচ্ছে না। রোববার রাত সাড়ে ১০টায় লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের সুতার গোপটা এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক সভায় তিনি এসব মন্তব্য করেন।

 তিনি বলেন, তাদের অত্যাচার, নৃশংসতা ও রক্তপিপাসু মনোভাব দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। ৫ আগস্ট পুলিশের গুলিতে ছাত্র জনতা শেখ হাসিনাকে বিতাড়িত করলেও তাদের ভয়াবহ কার্যক্রম থেমে নেই। তিনি উদাহরণ হিসেবে চট্টগ্রামে বিএনপি নেতাকে গুলি, ঢাকায় তরুণ ছাত্র নেতা হাদিকে হত্যা এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে শিশুর মৃত্যু উল্লেখ করেন

তিনি পুলিশ প্রশাসনকে সতর্ক করে বলেন, অপরাধীদের নিস্ক্রিয়তা সহ্য করা যাবে নাতিনি দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অসহায়দের পাশে দাঁড়াবে এবং কোনো দুষ্কৃতিকারী যেন গ্রামে গ্রামে হামলা চালাতে না পারে তা নিশ্চিত করবেরিজভী আরও বলেন, অর্থ পাচার বন্ধ হওয়ায় দুষ্কৃতিরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যেন দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত না হয়।

এদিন রিজভী অগ্নিদগ্ধ বিএনপি নেতার সঙ্গে দেখা করতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে যান, পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে চার লাখ টাকা সহায়তা প্রদান করেনতিনি নিহত শিশুর কবর জিয়ারত করেন ও পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ চালানো হয়। এই হামলায় বেলালের দ্বিতীয় শ্রেণির মেয়ে আয়েশা আক্তার মারা যায় এবং বেলালের আরও দুই মেয়ে স্মৃতি ও বিথী অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে এখনও থানায় কোনো মামলা দায়ের হয়নি এবং রহস্য উন্মোচনও হয়নি।

সংবাদটি শেয়ার করুন