কর্মসূত্রে আমেরিকায় থাকা ভারতীয় প্রবাসীদের জন্য চলতি মাসে দেশে ফেরা এখন অনিশ্চিত হয়ে উঠেছে। বিশেষ করে যারা বর্তমানে ভারতে অবস্থান করছেন, তারা নিজ দেশে ফিরে এসে আবার আমেরিকায় কাজের জায়গায় যোগ দিতে পারার বিষয়ে দিশেহারা।
পাশাপাশি মার্কিন ওয়ার্ক পারমিট (ওয়ার্ক ভিসা) অ্যাপয়েন্টমেন্টও আচমকা বাতিল করা হচ্ছে। নতুন অ্যাপয়েন্টমেন্টের তারিখ নির্ধারণ করা হয়েছে কয়েক মাস পরে, কিন্তু শেষ মুহূর্তে আবার বাতিল হওয়ার সম্ভাবনা থাকায় ভারতীয় প্রবাসীরা আতঙ্কিত। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে তিনজন বিশেষজ্ঞ আইনজীবীর বক্তব্যের বরাত দিয়ে বলা হয়েছে, এই পরিস্থিতিতে প্রবাসীরা কীভাবে কর্মক্ষেত্রে ফিরে যাবেন তা ঠিকমতো জানেন না।
১৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে যেসব অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, সেগুলো প্রায় পুরোপুরি বাতিল হয়ে গেছে। H-1B ভিসার গ্রাহকরা সাধারণত এই সময়ে ওয়ার্ক পারমিট নবায়ন করতে আবেদন করেন, কারণ এটি আমেরিকায় ছুটির মৌসুম। তবে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার নতুন নিয়মের কারণে সাক্ষাৎকার প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সামাজিক মাধ্যম সংক্রান্ত একটি নতুন নিয়ম চালু করেছেন। এই নিয়মের মাধ্যমে নিশ্চিত করা হবে যে কোনও আবেদনকারী আমেরিকান নাগরিকদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ নয়। এর প্রভাবেই H-1B ভিসা প্রক্রিয়ায় বিলম্ব তৈরি হয়েছে।
H-1B একটি অ-অভিবাসী ভিসা, যা উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত আমেরিকায় একটি সংস্থার হয়ে কাজ করার সুযোগ দেয়। ট্রাম্প প্রশাসন সম্প্রতি এই ভিসার জন্য সংস্থাগুলির উপর এক লক্ষ ডলারের (প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা) ফি আরোপ করেছে। প্রশাসনের দাবি, এর ফলে আমেরিকান নাগরিকদের চাকরি সুরক্ষিত হবে।
তবে অনেক মার্কিন সংস্থা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগে বাধা দিলে আমেরিকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং দেশে প্রফেশনাল দক্ষতার অভাব দেখা দেবে। এতে বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা কমলেও মার্কিন অর্থনীতির কার্যকারিতা হ্রাস পেতে পারে।




