ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গণমাধ্যমের স্বাধীনতা : পূর্ণ সহযোগিতার আশ্বাস বিএনপির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সম্পাদক, বার্তাপ্রধান ও গণমাধ্যমসংশ্লিষ্ট জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ সভায় দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, নির্বাহী সম্পাদক এবং বার্তাপ্রধানরা অংশ নেন। সভায় উপস্থিত সাংবাদিকেরা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাছে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা বলেন, গণতন্ত্র সুদৃঢ় করতে হলে স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমের বিকল্প নেই। ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় গেলে বিএনপিকে এই জায়গায় স্পষ্ট অবস্থান নিতে হবে বলেও তারা মত দেন।

এ সময় বিএনপির শীর্ষ নেতারা বলেন, অতীতের সব তিক্ততা পেছনে ফেলে দলটি সামনে এগোতে চায়। ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিগত ফ্যাসিবাদী সরকারের দমন পীড়নের অভিজ্ঞতা মাথায় রেখেই গণমাধ্যমের প্রতি পূর্ণ সহযোগিতা নিশ্চিত করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের দমনমূলক নীতি গ্রহণ করা হবে না।”

সভা শেষে সাংবাদিকেরা আশা প্রকাশ করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পথচলায় বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে।

সংবাদটি শেয়ার করুন