ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থ-সম্পর্কিত ব্যক্তিদের ব্যাংক হিসাব থেকে সিআইডি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে। তদন্তে দেখা গেছে, এই অস্বাভাবিক লেনদেনের পরিমাণ ১২৭ কোটি টাকার বেশি।
সিআইডি রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে।
সংস্থার বরাত দিয়ে বলা হয়, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করার পর এই প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ, গুলির খোসা উদ্ধার এবং অন্যান্য ফরেনসিক পরীক্ষা শুরু হয়।
সিআইডি আরও জানায়, গ্রেপ্তার অভিযান চলাকালীন উদ্ধার হওয়া ব্যাংকের চেকবই পর্যালোচনার মাধ্যমে দেখা গেছে, অভিযুক্ত ও তার স্বার্থ-সম্পর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাধিক চেকবইয়ে উল্লেখিত অর্থের চূড়ান্ত লেনদেনের মূল্য প্রায় ২১৮ কোটি টাকা।
প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, এর মধ্যে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন ঘটেছে, যা মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
এছাড়া, অভিযুক্ত ও তার স্বার্থ-সম্পর্কিতদের ব্যাংক হিসাব থেকে প্রায় ৬৫ লাখ টাকা দ্রুত রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিআইডি অনুসন্ধান অব্যাহত রেখেছে, যেখানে হত্যাকাণ্ডের পেছনের অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো সংঘবদ্ধ নেটওয়ার্কের কার্যক্রম আছে কি না, তা নির্ধারণ করা হচ্ছে।
তদন্ত ও অভিযান চলমান থাকালেও এখনও ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান/রাহুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তার পরিবারের সদস্য ও সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে, যারা অভিযুক্তকে পালাতে সহায়তা করেছিল।




