ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ কোটি ডলার কিনল বাংলদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে নিলামের মাধ্যমে আরও ৬ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। এ দফায় চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনা হয় নির্ধারিত বিনিময় হারে।

রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিলামে ডলারের বিনিময় হার নির্ধারিত ছিল প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা এবং একই দরেই কাট-অফ মূল্য নির্ধারণ করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ডিসেম্বর মাসে এখন পর্যন্ত মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৮০৫ দশমিক ৫০ মিলিয়ন বা ৮০ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে বিভিন্ন সময়ে নিলামের মাধ্যমে ধারাবাহিকভাবে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ ক্রয়সহ এ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার সংগ্রহের পরিমাণ পৌঁছেছে ২৯৩ কোটি ১৫ লাখ বা প্রায় ২ দশমিক ৯৩ বিলিয়ন মার্কিন ডলারে।

সংবাদটি শেয়ার করুন