ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রিশাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রেনেগেডর্সকে হারাল হোবার্ট

আগের ম্যাচে কিছুটা খরুচে বোলিংয়ের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন রিশাদ হোসেন। সেই ম্যাচে পরাজয়ের দায়ও এসেছিল তার দিকে। তবে মেলবোর্ন রেনেগেডর্সের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলাদেশি এই লেগ স্পিনার। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে একটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন রিশাদ। তার এই মিতব্যয়ী স্পেলই হোবার্ট হ্যারিকেন্সের জয়ের ভিত গড়ে দেয়।

এর আগে ব্যাট হাতে ভালো করতে পারেনি মেলবোর্ন রেনেগেডর্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে ১৪৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন টিম সেইফার্ট। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ৩২ এবং হাসান খান ২৩ রান যোগ করেন। হোবার্টের বোলাররা শুরু থেকেই চাপ ধরে রাখায় বড় সংগ্রহ গড়তে পারেনি রেনেগেডর্স।

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হোবার্ট হ্যারিকেন্সের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় তারা। জেসন বেহরেনডর্ফের বলে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে ফেরেন মিচেল ওয়েন। আরেক ওপেনার টিম ওয়ার্ডও বেশিক্ষণ টিকতে পারেননি বেহরেনডর্ফের বলে ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি।

দ্রুত দুই উইকেট হারানোর পর হোবার্টকে ম্যাচে ফেরান নিখিল ও বেন ম্যাকডরমট। নিখিল আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ২৯ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। ৭টি চার ও ৪টি ছক্কায় ৩৮ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করে ম্যাকডরমট অপরাজিত থাকেন ৪৯ রান করে।

ব্যাটে নিখিলের বিধ্বংসী ইনিংস আর বলে রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে হোবার্ট হ্যারিকেন্স।

সংবাদটি শেয়ার করুন