ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে যোগদানের পর হঠাৎ আমার দাম বেড়ে গেছে: আখতারুজ্জামান

বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান হঠাৎ দলবল নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “হঠাৎ দেখি আমার দাম বেড়ে গেছে।

বিএনপির অনেক বন্ধু ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করছে। এতে আমি কৃতজ্ঞ, কারণ তারা বুঝতে পারছে, আমি তাদের ঘরের একটি গুরুত্বপূর্ণ খুঁটি ছিলাম।”

তিনি আরও বলেন, “আমি নিজে দল ছেড়ে আসিনি, আমাকে বের করে দেওয়া হয়েছে। গত তিন বছর কেউ আমার সঙ্গে সম্পর্ক রাখেনি, এমনকি বিয়ের দাওয়াতও দেননি।

আজ আমাকে গালাগালি করছেন—এটাতেও ভালো লাগে, কারণ বুঝি আমার প্রতি মনোযোগ রয়েছে।”

শনিবার (২০ ডিসেম্বর) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে আয়োজিত কৈফিয়ত সভায় মেজর (অব.) আখতারুজ্জামান আরও জানান, “জামায়াতে ইসলামী আমাকে আশ্রয় দিয়েছে। তারা না দিলে হয়তো আমাকে রাস্তায় পড়ে থাকতে হতো।

এ বয়সে নতুন ঘর বা দল গড়ার সামর্থ্য নেই, আমার ঘরে চাল নেই, চুলা নেই। কিন্তু জামায়াতে ইসলামী আমাকে আশ্রয় দিয়েছে, যার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।”

সংবাদটি শেয়ার করুন