ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পেছাচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই থেকে তিন মাস পিছিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ পরীক্ষা আগামী বছরের এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে অনুষ্ঠিত হতে পারে। এক সপ্তাহের মধ্যে রুটিনসহ সবকিছু চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। স্বাভাবিক সময়ে এসএসসি পরীক্ষাও সাধারণত ফেব্রুয়ারিতে শুরু হয়। তবে নির্বাচনের কারণে অনেক বিদ্যালয় কেন্দ্রে ব্যবহার হবে, ফলে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এ কারণে পরীক্ষার তারিখ পিছানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর আগেও বিভিন্ন কারণে এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর নজির রয়েছে।

২০২০ সাল পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে মার্চের মধ্যে শেষ হতো। কিন্তু ২০২১ সালে করোনাভাইরাসের কারণে পরীক্ষা ১৪ নভেম্বর থেকে শুরু হয়। ২০২২ সালের পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর, ২০২৩ সালে এপ্রিলের ৩০ তারিখে এবং ২০২৪ সালে স্বাভাবিক সময় ১৫ ফেব্রুয়ারি। তবে ২০২৬ সালের নির্বাচনের কারণে পরীক্ষার সময়সূচি আগের বছরের তুলনায় অন্তত তিন মাস পিছিয়ে যাচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, “চলতি বা আগামী সপ্তাহে বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পরীক্ষার রুটিন ও তারিখ চূড়ান্ত করা হবে। আশা করা হচ্ছে এপ্রিলের শেষ বা মে মাসের প্রথম দিকে পরীক্ষা শুরু হবে।”

সংবাদটি শেয়ার করুন