ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতি হতাশ প্রধান উপদেষ্টার বক্তব্যে: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রবিবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে শহীদ শরিফ ওসমান হাদির শাহাদাত উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে বিচারের বিষয়ে সুনির্দিষ্ট কিছু না বলায় জাতি হতাশ হয়েছে।

তিনি বলেন, হাদিকে গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ‘প্যাকেজ প্রোগ্রাম’।

পরওয়ার আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে ভবিষ্যতে এ ধরনের পরিকল্পনা আরও ঘটতে পারে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি প্রশ্ন তোলেন, গুলির ঘটনাস্থলে ছয় ঘণ্টা পর সীমান্ত সিলগালা করা কেন হয়েছিল এবং অভিযোগ করেন যে, গোয়েন্দা সংস্থার অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট ও আধিপত্যবাদের লোকেরা খুনিকে পালানোর সুযোগ করে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন