ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে দুই প্রান্তে দুই পরীক্ষা, ম্যারাথনে দিশেহারা ভর্তিচ্ছুরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা ঘিরে বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) বিকেলে পরীক্ষাটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও একই দিন ও আশপাশের তারিখে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

বিশেষ করে ২৭ ডিসেম্বর সকালেই মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জবি’র ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চলবে। এটি বিজ্ঞানভিত্তিক না হওয়ায় তুলনামূলক কম সংখ্যক শিক্ষার্থী এতে প্রভাবিত হলেও এমআইএসটির ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা বিজ্ঞানের হওয়ায় বড় একটি অংশ একই দিনে দুই পরীক্ষার চাপে পড়ছেন।

ভর্তিচ্ছুদের অভিযোগ, এমআইএসটির পরীক্ষা শেষ করে বিকেলে ঢাবির পরীক্ষায় অংশগ্রহণ করা অনেকের পক্ষেই বাস্তবসম্মত নয়। বিশেষ করে যেসব পরীক্ষার্থীর ঢাবির কেন্দ্র ঢাকার বাইরে পড়েছে, তাদের বাধ্য হয়ে একটি বিশ্ববিদ্যালয়ের সুযোগ ছাড়তে হতে পারে। এমআইএসটির আর্কিটেকচার বিভাগের বিকেলের শিফটের পরীক্ষার্থীরাও একই সংকটে পড়বেন।

এর আগে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা। একই দিনে বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একাধিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভর্তি পরীক্ষাও রয়েছে। ফলে পরপর দুই দিনে চারটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানভিত্তিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের তীব্র ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া ২৮ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ-জেইউ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বিজ্ঞানের অনেক শিক্ষার্থী অংশ নেবেন। একই সঙ্গে জবির ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষার্থীদেরও পরপর দুই দিন ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছুটতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের নতুন তারিখ নির্ধারণ করা হয় শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত এক সভায়। পরে রাতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম জানান, ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।

এই ঘোষণার পরপরই শিক্ষার্থী ও অভিভাবকদের একটি বড় অংশ পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ শুরু করেন। বিভিন্ন ফেসবুক গ্রুপে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং অনেকে কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

এ নিয়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন ফেসবুকে এক পোস্টে উদ্বেগ প্রকাশ করে লেখেন, একই দিনে শহরের দুই প্রান্তে দুইটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য ভয়াবহ চাপ তৈরি করবে। তিনি বলেন, পরীক্ষার্থীরা মানসিক ও শারীরিকভাবে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে না এবং এটি কোনোভাবেই বাস্তবসম্মত নয়।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, তারা বিষয়টি মাথায় রেখেই একটি বিকল্প ব্যবস্থা রেখেছে। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বলেন, এমআইএসটির সঙ্গে সময়সংঘাতের বিষয়টি বিবেচনায় এনে ঢাকায় যাদের সকাল ও বিকেলের পরীক্ষা রয়েছে, তাদের ঢাকাতেই পরীক্ষার সুযোগ দেওয়া হবে। এ সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, সাহসী জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদি এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর স্থগিত করা হয়েছিল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর পর রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নতুন তারিখ ঘোষণার পর আবারও শিক্ষার্থীদের স্বস্তির বদলে উদ্বেগই বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন