ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ছায়ানটে হামলায় ৩৫০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা

সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলা, অগ্নিসংযোগলুটপাটের ঘটনায় ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এই মামলা করা হয়েছে। মামলায় ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ছায়ানট কর্তৃপক্ষ জানায়, শহীদ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতে দুর্বৃত্তরা ছায়ানটে প্রবেশ করে সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে সেখানে আগুন ধরিয়ে দেয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানটে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন