এবার সরাসরি কক্সবাজার থেকে যাওয়া যাবে সেন্টমার্টিন ভ্রমণে। কর্ণফুলী এক্সপ্রেস নামের একটি জাহাজ প্রতিদিন প্রায় ৫২ নটিক্যাল মাইল (৯৫ কিলোমিটার) সাগর পাড়ি দিয়ে কক্সবাজার থেকে পৌঁছাবে সেন্টমার্টিন। আবার প্রতিদিন বিকেল তিনটায় রওনা হবে কক্সবাজারের উদ্দেশ্য।
৩০ জানুয়ারি সমুদ্রযাত্রার মধ্যদিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে জাহাজটির। ৩১ জানুয়ারি থেকে জাহাজটি কক্সবাজার-সেন্টমার্টিন নৌ রুটে চলাচল শুরু করবে। জাহাজটির যাত্রী ধারণ ক্ষমতা ৫৮২ জন।
জানা যায়, এম ভি কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের ইকোনমি আসনের ভাড়া জনপ্রতি দুই হাজার টাকা। এছাড়া বিজনেস ক্লাস আসন ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৫শ’ টাকা।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন উপকূলীয় পথে অভিজ্ঞ মাস্টার ও কর্মী দ্বারা জাহাজটি পরিচালনা করা হবে।
আনন্দবাজার/ টি এস পি




