ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছে ছাত্র-জনতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি। হাদি হত্যার দায়ীদের বিচারের দাবিতে শাহবাগ এলাকা আজ ফের উত্তাল হয়ে ওঠে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে তার দাফনের পর হাজারো ছাত্র-জনতা খুনিদের বিচার দাবি করে অবস্থান নেন এবং নানা ধরনের স্লোগান দেন। সন্ধ্যা ৬টার পরে তারা শাহবাগ এলাকা ছাড়েন।

সরেজমিনে দেখা যায়, হাদির সমাধিস্থলে প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে। শাহবাগ থানার সামনে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা ব্যারিকেড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে।

হাদিকে সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের ঠিক পাশে। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় হাদির জানাজা। দুপুর ২টা ৩৩ মিনিটে শুরু হওয়া জানাজার নামাজে সারাদেশ থেকে হাজারো মানুষ অংশ নেন। নামাজ শেষে দুপুর ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয়।

জানাজার নামাজে ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন