বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে স্বৈরাচারের পৃষ্ঠপোষক এবং নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে।
শনিবার (২০ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র শেষ পর্যন্ত ব্যর্থ হবে। নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।”
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সমাবেশে লক্ষাধিক জনতার উপস্থিতি থাকবে। এই সমাবেশ থেকে দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র বিফল করার কঠিন বার্তা দেয়া হবে।




