জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির এই সাহসী যোদ্ধা যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সেই লড়াইকে যেন আমরা পরিপূর্ণ করতে পারি।
শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজা নামাজে অংশগ্রহণকালে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, “আল্লাহ শরিফ ওসমান হাদি ভাইকে কবুল করেছেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা যেন তার দেখানো পথ অনুসরণ করতে পারি। আমাদের লক্ষ্য, বিদেশি আগ্রাসন, বিশেষ করে ভারতীয় আগ্রাসন থেকে দেশকে মুক্ত রাখা এবং গণতান্ত্রিক ধারা বজায় রাখা। শহীদ ওসমান হাদি যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সেটিকে আমরা পরিপূর্ণ করার চেষ্টা করব। তার পরিবারের জন্য আমরা দোয়া করি।”
তিনি আরও বলেন, “শহীদ আবরার, ফাহাদ, আবু সাঈদসহ জুলাইতে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা করি। তারা যে বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন, সেই পথে আমরা কাজ করতে থাকব। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেন দল-মত পার্থক্য ভুলে গিয়ে গোটা দেশ জুলাইদের ঐক্যের পথে এগিয়ে যায় এবং দেশকে রক্ষা করতে পারে।”




