ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদি: আজহারী

জুলাই গণঅভ্যুত্থানের অগ্রণী যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে আজ লাখো মানুষ অশ্রুসিক্ত বিদায় জানায়।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা।

জানাজার সময় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা জনসমুদ্রের আকার ধারণ করে।

শহীদ হাদিকে দ্রোহের প্রতীক হিসেবে স্মরণ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “দ্রোহের প্রতীক—শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায়। ধূমকেতুর মতো এলেন। ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে গেলেন। নিশ্চয়ই আসমানে তার চাইতেও বড় রাজকীয় অভ্যর্থনা চলছে।”

আজহারী আরও বলেন, “জুমার নামাজের পরপরই গুলিবিদ্ধ, পরের জুমার রাতে শাহাদাত বরণ করেছেন। কোটি মানুষের কান্না মিশ্রিত দোয়া তার সঙ্গে। সুবহানাল্লাহ! এটি এক পরম সৌভাগ্য। হাদির মতো দেশপ্রেমিক, আধিপত্যবাদ-বিরোধী এবং ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন তরুণরা হলেন আগামীর বাংলাদেশ। শহীদের রক্ত কখনো বৃথা যায় না।”

তিনি শেষ করেন, “ইনশাআল্লাহ, ওসমান হাদি বেঁচে থাকবেন সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসায়। প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবেন। সাহসের বাতিঘর হয়ে থাকবেন অগণন মানুষের হৃদয়ে

সংবাদটি শেয়ার করুন