জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শনিবার দুপুরে সম্পন্ন হয়েছে জুলাই বিপ্লবের অকুতোভয় সেনানী শহীদ শরীফ ওসমান হাদির জানাজা। ইনকিলাব মঞ্চের এই মুখপাত্রের শেষ বিদায়ে অংশ নিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আবেগঘন কণ্ঠে বলেন, “হাদির মৃত্যুতে আজ সারা বাংলাদেশ শোকার্ত। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন।”
হাদির আদর্শ ও লক্ষ্যের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, তিনি একটি আধিপত্যবাদবিরোধী এবং ইনসাফভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “হাদি যে ইনসাফের সমাজ প্রতিষ্ঠার লড়াই শুরু করেছিলেন, তা পূর্ণতা দেওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন।”
ধর্ম উপদেষ্টা আরও জানান, হাদির আত্মার মাগফিরাত কামনায় সরকারি নির্দেশনায় দেশের প্রতিটি মসজিদ, গ্রাম ও শহর-বন্দরে বিশেষ দোয়া ও জিকির আজগারের আয়োজন করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের এই সম্মুখযোদ্ধার বিদায়ে রাজপথের সহযোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।




