ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন শহীদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করা উপলক্ষ্যে ক্যাম্পাসে ভিড় এড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এই বিষয়ে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণকে ক্যাম্পাসে ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এটি শহীদ শরিফ ওসমান হাদির সমাহিতির জন্য নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার একটি উদ্যোগ।

সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের প্রধান প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জনসাধারণের চলাচলে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন