জুলাই বিপ্লবের লড়াকু যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির শেষ বিদায়ে আজ শোকাচ্ছন্ন পুরো দেশ। ইনকিলাব মঞ্চের এই মুখপাত্রের জানাজা পড়াবেন তারই বড় ভাই আবু বকর সিদ্দিক। শেষ বিদায় শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।
শনিবার বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পুনরায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হবে।
স্মরণ করা যেতে পারে, গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আন্দোলনের এই অগ্রসেনানী। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ দেশে পৌঁছালে তা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়েছিল। হাদির মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয় গত ১২ ডিসেম্বর। ওইদিন রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান এই বিপ্লবী তরুণ।




