সন্ত্রাসবাদ ও সহিংসতা উসকে দেয় এমন যেকোনো কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্ট দেখলে তা আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই; বরং সরাসরি রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে সাধারণ নাগরিকদের প্রতি।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, সন্ত্রাস ও সহিংসতায় উসকানি দেওয়া যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্ট এখন থেকে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যাবে।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও উল্লেখ করেন, শনিবার থেকে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি অভিযোগ গ্রহণ শুরু করবে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে এসব রিপোর্ট বিটিআরসির মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাঠানো হবে।
রিপোর্ট করার জন্য নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বর হলো 01308332592। পাশাপাশি ইমেইলের মাধ্যমেও অভিযোগ পাঠানো যাবে notify@ncsa.gov.bd ঠিকানায়।
তিনি স্পষ্ট করেন, সরকার নিজে থেকে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট অপসারণ করতে পারে না। তবে যৌক্তিক ও আইনসম্মত কারণ দেখিয়ে সহিংসতার সঙ্গে সম্পৃক্ত কনটেন্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করা হয়।
পোস্টে আরও বলা হয়, যেসব হেট স্পিচ সরাসরি সহিংসতা উসকে দেয় বা সহিংসতার ডাক দেয়, তা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
শেষে নাগরিকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলা হয়, সোশ্যাল মিডিয়াকে যেন সহিংসতা বা অস্থিরতা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার না করা হয়। দেশ ও মানুষের জীবন-মাল রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।




