ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পৌষেও বাড়ছে তাপমাত্রা, ঢাকায় নেই শীতের আমেজ

পৌষ মাসের শুরুতেই রাজধানীতে শীতের অনুভূতি মিলছে না। ভোরের হালকা ঠান্ডা থাকলেও দিনের দিকে তাপমাত্রা বাড়ছে, যা স্বাভাবিক শীতকালীন প্রবণতার সঙ্গে মিলছে না।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার একই সময়ে এই তাপমাত্রা ছিল আরও কম, ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ। আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে এবং আকাশে হালকা মেঘ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর। দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

গতকাল শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে, যা পৌষের তুলনায় তুলনামূলকভাবে বেশি বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

সংবাদটি শেয়ার করুন