ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে ফিরছেন ডা. জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান আবারও যুক্তরাজ্যের লন্ডনের পথে রওনা হয়েছেন। শনিবার সকালে তিনি ঢাকা ছাড়েন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেল জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ডা. জুবাইদা রহমান। তার গন্তব্য যুক্তরাজ্যের লন্ডন। এর আগে চলতি মাসের ৫ ডিসেম্বর তিনি দেশে ফিরেছিলেন।

মূলত হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হওয়ার উদ্দেশ্যে ঢাকায় এসেছিলেন ডা. জুবাইদা রহমান। তবে বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে থাকায় তিনি আবার লন্ডনে ফিরে যাচ্ছেন।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার ফলে চেয়ারপারসনের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, “আগের চেয়ে ম্যাডামের শারীরিক অবস্থা ভালো এবং স্থিতিশীল।”

শুক্রবার জাহিদ হোসেন আরও জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। তার শরীরে একটি ছোটখাটো প্রসিজর সম্পন্ন হয়েছে, যা তিনি সফলভাবে সহ্য করেছেন। বর্তমানে তার অবস্থার কোনো অবনতি ঘটেনি বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে নানা শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন