ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও নির্বাচনী মাঠে ফিরলেন মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নিরাপত্তাজনিত উদ্বেগ ও পরিবারের অনুরোধের কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত থেকে সরে এসে পুনরায় নির্বাচনী মাঠে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) নগরীর তল্লা এলাকায় তার পোশাক কারখানা মডেল ডি ক্যাপিটাল ঘেরাও করেন বিএনপির নেতা-কর্মীরা। তাদের দাবির প্রভাবে মাসুদুজ্জামান ঘোষণা দেন যে তিনি নির্বাচন করবেন। এর আগে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনগুলো তার মাঠে ফেরার জন্য আন্দোলনে নামে। তারা তার ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে বিক্ষোভ দেখান এবং তার সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান।

গত ১৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান নিরাপত্তা সংক্রান্ত কারণ ও পরিবারের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এই ঘোষণার পর দলের নেতা-কর্মীরা হতবাক হয়ে প্রতিবাদ শুরু করেন। শহরে মিছিল ও আলোচনা সভার মাধ্যমে তারা মাসুদুজ্জামানকে নির্বাচনী মাঠে ফিরতে অনুরোধ করেন।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আপনার নেতা হিসেবে উপস্থিতি দলের ঐক্যকে দৃঢ় করেছে। নিরাপত্তা নিয়ে চিন্তা করবেন না, আমরা আপনাকে সুরক্ষা দেব। তাই আবার নির্বাচনে অংশগ্রহণ করুন।’ এই আহ্বানে সমর্থকরা ফ্যাক্টরি ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।

শুক্রবার বিকেলে হাজারেরও বেশি নেতা-কর্মী নগরীর পশ্চিম তল্লা এলাকায় ফ্যাক্টরি ঘেরাও করেন। ঘেরাও কর্মসূচিতে টায়ার ও অটোরিক্সায় আগুন জ্বালানো হয়। মাসুদুজ্জামান ফ্যাক্টরি থেকে বের হয়ে সমর্থকদের স্লোগানের মধ্যে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। আমার পূর্বের সিদ্ধান্তে যারা আঘাত পেয়েছেন তাদের কাছে ক্ষমাপ্রার্থী। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির নির্দেশ অনুযায়ী আমি নির্বাচনে অংশগ্রহণ করব, ইনশাল্লাহ।’ সমর্থকরা তার ঘোষণায় আনন্দে উল্লসিত হন।

মাসুদুজ্জামান পূর্বে যুবদলের একটি ওয়ার্ড কমিটির নেতা ছিলেন। ৫ আগস্টের পর তিনি সরাসরি বিএনপিতে যোগদান করে মনোনয়ন পান। মনোনয়ন পাওয়ার পর প্রার্থীর বিরোধিতা কিছুটা দেখা গেলেও এখন দলের নেতারা সমর্থন জানাচ্ছেন। সাবেক এমপি এডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শাখাওয়াৎ হোসেন ও শিল্পপতি আবু জাফর আহমদ বাবুলও প্রার্থী হওয়ার আগ্রহী ছিলেন।

মাসুদুজ্জামানের এই সিদ্ধান্তে নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির সমর্থন আরও জোরদার হয়েছে এবং প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন