ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নিরাপত্তায় বিজিবির অবদান অবিস্মরণীয়: প্রধান উপদেষ্টা

দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিজিবি আজ দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকায় নানা ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় এক নির্ভরযোগ্য বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত।

প্রধান উপদেষ্টা বলেন, সীমান্তে চোরাচালান দমন, মাদক পাচার প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার বন্ধে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় এই বাহিনী প্রশংসনীয় অবদান রেখে চলেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস–২০২৫ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। আগামীকাল শনিবার দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে।

ড. ইউনূস বিশেষভাবে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা জোরদার, পুশইন প্রতিরোধ এবং সীমান্ত উত্তেজনা মোকাবিলায় বিজিবি পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে।

বিজিবি দিবস উপলক্ষে বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি সুদীর্ঘ ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক।

তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজিবির দুইজন বীরশ্রেষ্ঠসহ ১১৯ জন খেতাবপ্রাপ্ত সদস্য এবং ৮১৭ জন শহীদের আত্মত্যাগ বাহিনীর ইতিহাসকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়েও দেশমাতৃকার কল্যাণে আত্মোৎসর্গকারী বিজিবি সদস্যদের আত্মার শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা।

বাণীর শেষাংশে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বর্ডার গার্ড বাংলাদেশ দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও বাহিনীর সদস্যরা দেশরক্ষায় একই নিষ্ঠা ও দায়িত্ববোধ বজায় রাখবেন বলে আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন