ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সুযোগ থাকবে না ওসমান হাদির মর’দেহ দেখার

ঢাকায় পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শহীদ ওসমান হাদির মরদেহ বহন করে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে। পরিবারের চাহিদা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হলেও সেখানে সাধারণ মানুষ মরদেহ দেখার সুযোগ পাবেন না। ইনকিলাব মঞ্চের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, মরদেহ বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এরপর শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান নেবেন।

পোস্টে আরও জানানো হয়েছে, মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর জানাজার আয়োজন করা হবে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ মরদেহ সেন্ট্রাল মসজিদে আনা হবে।

ইনকিলাব মঞ্চ শিক্ষার্থী ও জনতাকে সতর্ক করেছে, শহীদ ওসমান হাদির জন্য আয়োজিত আন্দোলন শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সঙ্গে চলবে, যাতে কোনো উচ্ছৃঙ্খল গোষ্ঠী অনুপ্রবেশ বা সহিংসতা ঘটাতে না পারে।

শহীদ ওসমান হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টায় মারা যান। তার মৃত্যুতে সারা দেশে আজ বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন