ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ছায়ানটে ভাঙচুর: নিরাপত্তা জোরদার, ঘুরে দেখলেন ফারুকী

রাজধানীর গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনার পর পরিস্থিতি সরেজমিনে দেখতে সেখানে যান অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডির শংকর এলাকায় অবস্থিত ছায়ানট প্রাঙ্গণে উপস্থিত হন তিনি।

পরিদর্শনকালে উপদেষ্টা ছায়ানট ভবনের প্রতিটি তলা ঘুরে দেখেন। হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কক্ষ ও স্থাপনাগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোস্তফা সরোয়ার ফারুকী জানান, হামলার ঘটনায় মোট আর্থিক ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। বিস্তারিত হিসাব পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ছায়ানটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। উপদেষ্টার সফরকে ঘিরে ছায়ানটের আশপাশে নেওয়া হয় অতিরিক্ত সতর্কতা।

পরিদর্শনের সময় ছায়ানট এলাকায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের টহল দিতে দেখা যায়। পুরো প্রাঙ্গণজুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

এ বিষয়ে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ভবিষ্যতে যেন ছায়ানটে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে তিনি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন