ইনকিলাব মঞ্চের মুখপাত্র জানিয়েছেন, শহীদ শরীফ ওসমান হাদিকে বহনকারী বিমান আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দুপুরে এ তথ্য জানানো হয়েছে।
হাদিকে গ্রহণের জন্য সাধারণ মানুষ, শিক্ষার্থী ও সহযোদ্ধারা বিমানবন্দরের পাশের শাহবাগগামী রাস্তায় সুশৃঙ্খলভাবে অবস্থান নেবেন। এরপর শহীদ হাদিকে ঢাকার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে, যেখানে বিভিন্ন সংগঠন, সাধারণ মানুষ ও নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানাবেন।
ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে। তার মরদেহ দেশে ফেরার সঙ্গে সঙ্গে রাজধানীতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে।




