বিশ্ব ফুটবলের দুই মহাদেশীয় সেরার লড়াইয়ের মঞ্চ এবার মধ্যপ্রাচ্য। ২০২৪ সালের কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের বহুল প্রতীক্ষিত দ্বৈরথ ফিনালিসিমার দিন-তারিখ চূড়ান্ত করেছে ফিফা। আগামী ২৭ মার্চ, কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
সূচি নির্ধারণে অপেক্ষা, শেষ পর্যন্ত সম্মতি স্পেনের
ফিনালিসিমার সূচি ঘোষণায় কিছুটা দেরির পেছনে ছিল স্পেন ফুটবল ফেডারেশনের অবস্থান। স্পেন আগেই জানিয়ে দিয়েছিল, তারা ম্যাচটি খেলতে আগ্রহী হলেও ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় না। গত মাসে বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ার পরই স্পেনের পক্ষ থেকে সবুজ সংকেত মেলে, এরপরই ফিফা আনুষ্ঠানিকভাবে ম্যাচের দিন-তারিখ ঘোষণা করে।
দুই মহাদেশের চ্যাম্পিয়নরা যেভাবে এল
২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে, ইউরো ২০২৪ ফাইনালে ইংল্যান্ডকে ২–১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। ফলে দক্ষিণ আমেরিকা বনাম ইউরোপ এই দ্বৈরথে মুখোমুখি হচ্ছে দুই মহাদেশের সেরা দুই দল।
ম্যাচের নিয়ম ও প্রযুক্তিগত প্রস্তুতি
ফিনালিসিমার নিয়ম অনুযায়ী ম্যাচটি ৯০ মিনিটের হবে। এখানে কোনো অতিরিক্ত সময় নেই। নির্ধারিত সময় শেষে ম্যাচ ড্র হলে সরাসরি নিষ্পত্তি হবে পেনাল্টি শুটআউটের মাধ্যমে। রেফারি নিয়োগ করবে কনমেবল ও উয়েফা যৌথভাবে। ম্যাচে ব্যবহৃত হবে আধুনিক সব প্রযুক্তি-
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR)
গোললাইন প্রযুক্তি
সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি (SAOT)
মেসি বনাম ইয়ামাল: দুই প্রজন্মের মুখোমুখি
এই ফিনালিসিমা শুধু ট্রফির লড়াই নয়, বরং এটি হতে যাচ্ছে দুই প্রজন্মের দুই মহাতারকার প্রতীকী সংঘর্ষ। একদিকে আছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি, যার ক্যারিয়ার এখন শেষ অধ্যায়ের পথে। অন্যদিকে স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামাল, যার যাত্রা মাত্র শুরু। দুজনেরই ফুটবল শিক্ষার শুরু বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে, ক্যাম্প ন্যু যাদের প্রথম বড় স্বপ্নের মঞ্চ। কাতারের লুসাইলে সেই দুই প্রজন্মের গল্পই এবার এক সুতোয় বাঁধা পড়বে।




