সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হবেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দলীয় সূত্র জানিয়েছে, এ সংবাদ সম্মেলনে তার বর্তমান চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য জানানো হবে।
বিএনপির মিডিয়া সেল শুক্রবার (১৯ ডিসেম্বর) পাঠানো এক বার্তায় জানায়, বিকাল ৪টায় রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যও।
এর আগে গত রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের অবহিত করেন ডা. জাহিদ। সে সময় তিনি জানান, ম্যাডামের অবস্থার বড় কোনো পরিবর্তন হয়নি। সর্বশেষ মেডিকেল বোর্ড যে তথ্য দিয়েছিল, এখনও পরিস্থিতি প্রায় একই রয়েছে। উন্নতি যেমন হয়নি, তেমনি উল্লেখযোগ্য অবনতিও ঘটেনি।
তিনি আরও বলেন, চিকিৎসকরা কিছু অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন এবং পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। আপাতত তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে সাবেক এই প্রধানমন্ত্রী রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়, যেখানে তিনি এখনো চিকিৎসাধীন।
৮০ বছর বয়সি বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, হৃদ্যন্ত্র ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। তার চিকিৎসা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্বেগ বিরাজ করছে।




