ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাটের জার্সিতে মাঠ মাতাবেন তানজিম সাকিব, জানুন কত রূপিতে কিনল দলটি

বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিবকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। আসন্ন আইপিএল নিলামকে সামনে রেখে তার নাম উঠে এসেছে একটি আলোচিত মক নিলামে, যেখানে তাকে দলে নিয়েছে গুজরাট ফ্র্যাঞ্চাইজি। নিলামে তানজিম সাকিবের দলবদল সম্পন্ন হয়েছে ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে।

আইপিএলের মূল নিলামের আগে ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে আয়োজিত এই মক নিলামের দ্বিতীয় দিনে তানজিম হাসান সাকিবের নাম ডাকা হয়। সেখানে গুজরাট ফ্র্যাঞ্চাইজি ছাড়া অন্য কোনো দল বিডে অংশ না নিলেও একমাত্র আগ্রহী দল হিসেবে তারা ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই অলরাউন্ডারকে দলে ভেড়ায়।

এই মক নিলাম বাস্তব নিলামের প্রতিচ্ছবি না হলেও, ক্রিকেট বিশ্লেষকদের মতে এতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্ভাব্য আগ্রহ ও পরিকল্পনার একটি আভাস পাওয়া যায়। বিশেষ করে তরুণ পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তানজিম সাকিবের নাম উঠে আসা বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা বলেই মনে করছেন অনেকেই।

গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে আইপিএল মিনি নিলাম। সেখানে মোট সাতজন বাংলাদেশি ক্রিকেটার দল পাওয়ার আশায় নাম তুলেছেন। তালিকায় তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান ছাড়াও রয়েছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান এবং নাহিদ রানা।

 

সংবাদটি শেয়ার করুন