ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সকল প্রস্তুতি সম্পন্ন, সন্ধ্যায় দেশে আসবে হাদির নিথর দেহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ দেশে আনার সব আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুর থেকে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।

এ সংক্রান্ত তথ্য বৃহস্পতিবার দিবাগত রাতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। জাতীয় পতাকায় আচ্ছাদিত করা হয়েছে শহীদ হাদির কফিন।

ইনকিলাব মঞ্চের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে যাত্রা করবে, যেখানে শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ বহন করা হবে। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট। সংগঠনটি আরও জানিয়েছে, শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদি।

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় করে ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে সেদিনই উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় চিকিৎসার জন্য, সেখানেই শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন