ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদির মৃত্যুতে বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন

হাদির মৃত্যুর পর বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা দেখা দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হাদির মৃত্যুর পর দেশজুড়ে ভারত বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীসহ অন্যান্য শহরে ছাত্র ও সাধারণ মানুষ সড়কে নেমে প্রতিবাদ করছেন।

দ্য হিন্দু শিরোনামে প্রকাশ করেছে, তরুণ নেতা হাদির মৃত্যুর পর বাংলাদেশে সংহিংসতা ছড়িয়ে পড়েছে এবং গণমাধ্যম কার্যারয়েও আগুন লাগানো হয়েছে। অনুরূপভাবে, আনন্দবাজার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘রাতভর বিক্ষোভ বাংলাদেশে! ভাঙচুরের পর অগ্নিসংযোগ সংবাদপত্রের অফিসে।’ তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা এবং ভাঙচুরের ঘটনা তুলে ধরেছে।

পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, তরুণ নেতার মৃত্যুতে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও বাংলাদেশে উত্তাল পরিস্থিতি এবং বিক্ষোভের খবর প্রকাশ করেছে।

এ ঘটনার পর বাংলাদেশের রাজধানী ও অন্যান্য শহরে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তবে সাধারণ মানুষও সক্রিয়ভাবে প্রতিবাদে অংশ নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন