সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ইনকিলাব মঞ্চ সূত্র জানায়, আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে। স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট সিঙ্গাপুর ছাড়বে এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির সম্ভাব্য অবতরণ সময় সন্ধ্যা ৬টা ০৫ মিনিট।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ। তিনি জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে হাদির মরদেহ দেশে পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ দেশে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল শনিবার তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।




